মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকায় টুটুল সরদার হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই আদেশ প্রদান করেন।
আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার ঝাউদি গ্রামের সালাম মোল্লার ছেলে আলামিন এবং একই উপজেলার টুবিয়া গ্রামের সৈয়দ হাওলাদারের ছেলে আল আমিন।
মামলার নথি সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকার মো. আলতু সরদারের ছেলে টুটুল সরদারকে ২০১৩ সালের ১১ ডিসেম্বর ডেকে নিয়ে দুই আসামি হত্যা করে। নিহত টুটুল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ঘটনার দিন নিহত টুটুলের মোটরসাইকেল ভাড়া নিয়ে নিয়ে আসামিরা তাকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে মাটিতে পুঁতে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। মামলায় দুই আসামির নামে চার্জশিট প্রদান করা হয়।
মাদারীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং বলেন, সাক্ষ্য প্রমাণে আসামিদের দোষী সাব্যস্থ করে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন