শহরগুলো থেকে ইট কাঠের নাগরিক সভ্যতায় হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। তাই শৌখিন মানুষেরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় নিজ নিজ বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান।
সম্প্রতি জানা গেছে, দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ছাদে এবং ইউএনও'র ডাকবাংলোর ছাদে ফুল-ফলের বাগান করা হয়েছে। এগুলোতে নিজস্ব পরিকল্পনায় পরিত্যক্ত জায়গায় লিচু বাগান ও সবজী চাষ করেছেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম। অবসর সময়ে তিনি ছাদে শখের বসে এই বাগান গড়ে তুলেন।
ছাদে ফলের বাগান করে যেমন আনন্দ পাচ্ছেন তেমনি বিশুদ্ধ খাওয়ার ফল পাচ্ছেন। এই ছাদের বাগান হয়ে উঠেছে প্রকৃতির বনাঞ্চল। বাগানে কিছু ফলগাছ আছে যেগুলোতে সারা বছরই ফল ধরে। আর ছাদের বাগানে চাষ করা বিষমুক্ত ফল দিয়ে করাও হচ্ছে অতিথি আপ্যায়ন।
সরকারের গুরুত্বপূর্ন দায়িত্বে থেকে প্রশাসনিক কাজ শেষে তিনি বছরখানেক আগে ছাদ বাগান শুরু করেন। এই ছাদে টবে তাইওয়ান কুল, লেবু, কমলা, মাল্টা, করমচা, চেরিফল, জামরুল, ডালিম, আম, লিচু, আপেল, পেয়ারা, সফেদা, শরীফা, মিষ্টি তেঁতুল, মিষ্টি জলপাই, লটকন, মিষ্টি কামরাঙা, জাম্বুরা, ড্রাগন ফল, কদবেল, বেল, ক্যাপসিকাম ও আমড়াসহ ফলদ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। অফিস ভবনের মাঝে হঠাৎ সবুজে সবুজে ছেয়ে থাকা এই ফলের ছাদ বাগান দেখে উপজেলা পরিষদ চত্বরে আগত সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের চোখ জুড়ায়।
এ ব্যাপারে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ আহমেদ মাহবুব-উল- ইসলাম জানান, ছাত্রজীবন থেকেই কৃষির প্রতি ভালোবাসার টান রয়েছে। মাটির সান্নিধ্যে থাকুন, মনকে প্রফুল্ল রাখুন। তিনি সকলকে সৃষ্টিশীলতা ও নান্দনিকতার চর্চার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ