নানা আয়োজনের মধ্যদিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস।
সোমবার সকাল ১০টায় রাঙামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনের ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
পরে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এছাড়া রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন