১৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:১২

বিজয় দিবসে ১০ মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান ও সন্মাননা

বেনাপোল প্রতিনিধি

বিজয় দিবসে ১০ মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান ও সন্মাননা

মহান বিজয় দিবস উপলক্ষে বন্দর নগরী বেনাপোল কাস্টমস ক্লাবে ১০ জন মুক্তিযোদ্ধাকে অর্থিক অনুদান ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আজ সোমবার সকালে কাস্টমস অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মো: নুরুল হক। 

কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেনাপোল মুক্তিযোাদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শাহ আলম, বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সাধারন সম্পাদক এমদাদুল হক লতা। 

এর আগে সকালে শহীদ মিনারে পুস্প স্তপক দিয়ে শহীদদের প্রতি শ্রোদ্ধা জানান কাস্টমস কর্মকর্তারা। পরে ভারতীয় কাস্টম, বিএসএফ ও পুলিশ কর্মকর্তাদের বিজয় দিবসের মিস্টি ও ফুলের তোড়া পাঠানো হয়। 

আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ভারত যাওয়া আসার সময় পাসপোর্ট যাত্রীদের ফুল ও মিস্টি দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা  জানানো হয়। পরে শহীদদের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট , শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।  


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর