আগামীর বাংলাদেশকে মাদক-সন্ত্রাসমুক্ত ও সুশিক্ষিত হিসেবে গড়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড় করার প্রত্যয়ে সিরাজগঞ্জে বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিন পৌষের সকালে শীত উপেক্ষা করে নতুন বই নিতে আনন্দ উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীরা সকাল থেকেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শুরু করে।
সকাল দশটায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমরাই পারো দেশকে সন্ত্রাস-মাদকমুক্ত করতে। তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। নতুন বই পেয়ে তোমার যেমন উচ্ছ্বসিত তেমনি সরকার তোমাদের হাতে সঠিক সময়ে বই তুলে দিতে পেরে গর্বিত।
তিনি বলেন, বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে মনের বিকাশ ঘটায়। অন্তরের চোখ খুলে দেয়। শুধু জিপিএ পেলেই মেধাবী হওয়া যায় না। বই পড়ে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করাই প্রকৃত মেধাবীর পরিচয়। স্কুলের শিক্ষার্থীরা জানান, নতুন বই পেয়ে আমার খুবই আনন্দিত। নতুন নতুন গল্প পড়ব, কবিতা পড়ব।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক ইউসুফ রেজা জানান, বছরের প্রথম দিনেই ১৬৭১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ লাখ ৩৫ শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ ৬১ হাজার বই তুলে দেয়া হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফি উল্লাহ জানান, বই উৎসবে স্কুল, মাদ্রাসা ও ইবতেদায়ী ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৪৭ হাজার ৯২৩জন শিক্ষার্থীদের মাঝে ৪৮ লাখ ৭ হাজার ৫০৩টি বই বিনামুল্যে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক