রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শনিবার নরসিংদী জেলার ৬টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার ৩২০ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১২ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৭ হাজার ১৪৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৭৩ জন।
মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা স্বাস্থ্য বিভাগ অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনে নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম এ তথ্য জানান।
সিভিল সার্জন ডা. শামীম বলেন, শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যত কর্ণধার। অথচ আমরা শিশুদের সঠিক পরিচর্যা করতে পারি না। পিতা-মাতাদের স্বাস্থ্য জ্ঞানের অভাবে শিশুরা রোগমুক্ত দেহে বেড়ে উঠতে পারে না। ভিটামিন এ প্রয়োজনীয় পুষ্টির অভাবে শিশুরা ছোটবেলা থেকেই তাদের মেধা হারিয়ে ফেলে। অনেক পিতা-মাতাই জানে না শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে শিশুদের মস্তিষ্কের উন্নতি ঘটে। এই সময়ের মধ্যে শিশুদের সঠিক পরিচর্যা না দিলে তারা ভিটামিন 'এ' সহ বিভিন্ন পুষ্টি ঘাটতির শিকার হয়। সরকার শিশুদের স্বাস্থ্য রক্ষা ও স্বাস্থ্য রক্ষায় পিতা-মাতাদের সচেতন করার লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালু এবং অব্যাহত রেখেছে। সরকারের এই প্রচেষ্টাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। জনগণ তথা পিতা-মাতাকে স্বাস্থ্য সচেতন করে তুলতে পারলে অসহায় শিশুরা তাদের পিতা-মাতার কাছ থেকে সঠিক পরিচর্যা পাবে। জাতির ভবিষ্যত কর্ণধার হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে।
সম্মেলনের সভাপতি করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী, নরসিংদী প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ফজলুল হক, দৈনিক নরসিংদীর বানীর সম্পাদক ফারুক মিয়া, সিএনএন টিভি জেলা প্রতিনিধি মাইনুদ্দিন, মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম উপস্থাপন করেন ডা. নাসিম, অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
বিডি-প্রতিদিন/মাহবুব