কক্সবাজারের টেকনাফে টমটম (ইজিবাইক) থেকে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার মৃত নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
মঙ্গলবার বিকালে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাহ জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইজিবাইকযোগে মাদক পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর সন্দেহজনক ইজিবাইককে থামানোর সংকেত দিলে না থামিয়ে পালানোর চেষ্টা করলে ইজিবাইকসহ এক যুবককে আটক করা হয়। এ সময় ইজিবাইকটি তল্লাশি করে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত টমটম (ইজিবাইক)টি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত সাইফুল ইসলাম জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। জব্দকৃত ইজিবাইক ও ইয়াবাসহ আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        