হবিগঞ্জ সদর উপজেলার উত্তর তেঘরিয়া গ্রামে মোবাইল ফোনের জন্য স্কুলছাত্র মো. ইসমাইল হোসেন বিদয় (১২) তার সহপাঠী মো. শাহরিয়ার হোসেন সাইমিনের (১৫) হাতে খুন হয়। ঘটনার চার দিন পর ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ।
নিহত ইসমাইল হোসেন বিদয়ের মা সাহানা আক্তার জানান গত কয়েকদিন আগে ইসামাইল হোসেনকে পনের হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন কিনে দেন। গত ১০ জানুয়ারি নাটক বানানের জন্য মোবাইল সেট নিয়ে বাসা থেকে বের হয় ইসমাইল। রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজির পর পরদিন থানায় সাধারণ ডায়েরি করে।
নিহত ইসমাইল হোসেনের মা সাহানা আক্তার জানান, একই গ্রামের কদর আলীর ছেলে মো. শাহরিয়ার হোসেন সাইমিন (১৫) তার ছেলের মোবাইল ফোনটির প্রতি লোভ করে। ফোনটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে তাকে ফুসলিয়ে বিকেলে ইসমাইলকে খোঁয়াই নদীর পাড়ে নাটকের ছবি তোলার কথা বলে নিয়ে যায়। সেখানে নিয়ে নাটকের অভিনয় করে হাত-পা বেঁধে বাঁশের মুগড় দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে লাশ নদীতে ফেলে মোবাইল ফোনটি নিয়ে চলে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার