পিরোজপুর মঠবাড়িয়ায় সগীর মোল্লা (৪৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
বুধবার গুরুতর আহত অবস্থায় উপজেলার ভেচকি গ্রামের আলম হাওলাদারের বাড়ির খড়ের গাদা থেকে তাকে আটক করা হয়।
সগীর মোল্লা বরগুনার বামনা উপজেলার ডুষখালী গ্রামের নাদের মোল্লার ছেলে।
জানা গেছে, ভেচকি গ্রামের বাসিন্দা আলম হাওলাদার বুধবার সগীর মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় বাড়ির সামনে খড়ের গাদারমধ্যে কাতরাতে দেখে স্থানীয় চৌকিদারকে খবর দেয়। পরে চৌকিদার ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গুরুতর অবস্থায় ডাকাত সগীর মোল্লা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, সগীর মোল্লার ডান কান বিছিন্ন ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন বলেন, গুলিবিদ্ধ সগীর মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন