নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে ট্রাকচাপায় জুয়েল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার মহিষবেড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের মৃত জামির হোসেনের ছেলে। জুয়েল একটি কোম্পানির বিক্রিয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী তিলক রায় জানান, জুয়েল প্রতিদিনের মতো বাজারে বাজারে চা পাতা বিক্রি করার সময় বুধবার সন্ধ্যায় মহিষবেড় এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সড়ক অবরোধ করলে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক অবরোধে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তা এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন