মাদারীপুরে ডিস সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মাতুব্বর (৪০) নামে এক ক্যাবল অপারেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রিপন রাজৈর উপজেলার শ্রীনদীর মহিষের চর এলাকার মৃত বজলু মাতুব্বরের ছেলে।
শুক্রবার রাতে রাজৈর উপজেলার শাখারেরপাড় আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার উর্মি বৈরাগী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন