২১ জানুয়ারি, ২০২০ ১৬:২১

মেহেরপুরে পচা-বাসি মাংস বিক্রি করায় জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে পচা-বাসি মাংস বিক্রি করায় জরিমানা

মেহেরপুর শহরের বড় বাজারে পচা-বাসি মাংস বিক্রি করার অভিযোগে মাংস বিক্রেতা শুকুর আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, কায়েম উদ্দিন নামে এক ব্যক্তি বড় বাজারের মাংস বিক্রেতা শুকুর আলীর কাছ থেকে গরুর মাংস কিনে নিয়ে যান। ওই মাংস পচা দুর্গন্ধ বের হলে তিনি মাংস বিক্রেতাকে চ্যালেঞ্জ করেন।

এসময় পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মনিরুল ইসলাম মাংস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন মাংস দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইন ৯ এর ৬১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুকুর আলী মেহেরপুর শহরের চক্করপাড়ার মকবুল হোসেনের ছেলে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর