২২ জানুয়ারি, ২০২০ ১৮:৩৮

জামালপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভবন উদ্বোধন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভবন উদ্বোধন

জামালপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে জেলা পর্যায়ে এই প্রথম আধুনিক পরিবার পরিকল্পনা কার্যালয় হিসেবে ভবনটি নির্মাণ করা হয়। বুধবার দুপুরে শহরের মাতৃসদন রোডে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম।

পরে আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগের পরিবার পরিকল্পনার বিভগীয় পরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্মসচিব ডা. মো. সরোয়ার বারী, ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আবুল কাসেম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, সিভিল সার্জন ডা. গৌতম রায়, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. সাজদা-ই-জান্নাত তনু প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের জেলা পর্যায়ে কোন নিজস্ব মালিকানাধীন কার্যালয় ছিল না। সব সময় ভবন ভাড়া নিয়ে চলছিল জেলা পরিবার পরিকল্পনার বিভাগের কার্যক্রম। ভাড়া ভবনে মানুষকে সেবা দিতে নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হত। জামালপুরে এই আধুনিক ভবনের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করলো জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন ভবনে স্বচ্ছন্দে মানুষকে আগের তুলনায় আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে। চার তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে তিন কোটি ৬৬ লাখ টাকা। 
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর