২২ জানুয়ারি, ২০২০ ২১:১৯

ময়মনসিংহে গৃহবধূ ও স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে গৃহবধূ ও স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন এক শিক্ষার্থী ও গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল উপজেলার পৃথক স্থানে এ আত্মহত্যার ঘটনা ঘটে। 
নিহতরা হলেন উপজেলার কাওয়ালীজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, স্থানীয় হাবির আলীর কন্যা নাসরিন (১৫) এবং লামুক্তা গ্রামের সুজন মিয়ার স্ত্রী, এক সন্তানের জননী ফাতেমা খাতুন (৩০)। 
থানা সূত্রে জানা যায়, উপজেলার কাওয়ালীজান গ্রামের নাসরিন গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। অপরদিকে ফাতেমা খাতুন গতকাল দুপুরে নিজ বাড়িতে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক শামসুর রহমান ঘটনাস্থল পরির্দশন করে পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করেন। আত্মহত্যার বিষয়ে কোন কারণ জানা যায়নি। 
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুটি আত্মহত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হযেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর