ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের মা রাশিদা খাতুন একটি মামলা দায়ের করেছে।
রবিবার তিনি কুষ্টিয়ার আমলী আদালতে এ মামলা দায়ের করেন।
জানা যায়, দন্ড বিধির ১১৪, ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬ এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় এ মামলা করা হয়। এ মামলায় ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাতকে ১নং এবং মিজানুর রহমান লালনকে ২নং আসামি করে ছয় জনের নামে উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রুপের নেতাকর্মীদরে সঙ্গে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে শাখা ছাত্রলীগের সম্পাদকসহ উভয় পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন