২৮ জানুয়ারি, ২০২০ ১৯:১০

বিরলে ৭ ভিক্ষুকের মাঝে ভ্যান, দোকান ও মালামাল বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

বিরলে ৭ ভিক্ষুকের মাঝে ভ্যান, দোকান ও মালামাল বিতরণ

ভিক্ষুকমুক্ত করতে পুনর্বাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরল উপজেলায় ৭ জন ভিক্ষুকের মাঝে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, দোকানঘর ও মালামাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ওই ৭ ভিক্ষুককে এসব বিতরণ করেন।

ব্যাটারিচালিত ভ্যানগাড়ি প্রাপ্তরা হলেন- বিরলর ধামইর ইউপি’র কাশিডাঙ্গা গ্রামের খোদা বকসের স্ত্রী আছেরা বেগম, নিজামপুর গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে সলেমান আলী, ধামইর গ্রামের রামমোহনের ছেলে মহেন্দ্র রায়, শহরগ্রাম ইউপি’র নওপাড়া গ্রামের বাংগুরু রায়ের স্ত্রী বিঘানী বালা, মঙ্গলপুর ইউপি’র রঘুনাথপুর গ্রামের রখজমত আলীর স্ত্রী সখিনা বেগম, রাণীপুকুর ইউপি’র মির্জাপুর গ্রামের সফি উদ্দীনের স্ত্রী সুফিয়া বেগম, রাজারামপুর ইউপি’র সুখদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী হাজরা। 

এছাড়া দোকানঘর ও দোকানের মালামালপ্রাপ্তরা হলেন ফরক্কাবাদ ইউপি’র নলদিঘী গ্রামের জয়নালের ছেলে জুয়েল রানা, ধামইর ইউপি’র বাজনাহার গ্রামের আব্বাস আলীর ছেলে তৈয়মুর, রাজারামপুর ইউপি’র আজিমপুর গ্রামের ভগিরামের ছেলে প্রসন্ন, রেজাইকুড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে তইজ আলী ও দুপ্তর গ্রামের মৃত শহরুর ছেলে নরেন।

এসময় বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মো. সোয়াইব, উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রেজাউল করিম, সমাজসেবা অফিসার আনিছুর রহমান, ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর