খাগড়াছড়িতে মাহেন্দ্র চালক ফারুক হোসেন হত্যা মামলার প্রধান আসামি মাসুম (২৮) সহ ২ মাহেন্দ্র ক্রেতাকে গ্রেফতার ও মাহেন্দ্রটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মাটিরাঙ্গা থানার ওসি শামছুদ্দীন ভূঁইয়া জানান, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে খাগড়াছড়ি, রাঙ্গামাটিসহ বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর চট্টগ্রাম থেকে আসামি মাসুমসহ ৩জনকে গ্রেফতার ও মাহেন্দ্র গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত গাড়ির ক্রেতা হামিদুর ও ফরিদ শেখ।
উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি মহালছড়ি চুঙ্গাছড়ি এলাকার মৃত মিষ্টি আলমের ছেলে মাহেন্দ্র চালক ফারুক হোসেন নিখোঁজ হয়। পরে ২ ফেব্রুয়ারি মাটিরাঙ্গার দলিয়া খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ আটককৃতদের কোর্টে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন