নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া কলেজ মাঠে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া। খেলা সার্বিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, ফারুক হোসেন, নবী হোসেন প্রমুখ। সেমি ফাইনাল খেলায় তারাব পৌরসভাকে ৩-১ গোলে হারিয়ে কায়েতপাড়া ইউনিয়ন ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন