পাবনার সাঁথিয়ায় মহাদেব সরকার (৫৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার পুণ্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মহাদেব সরকার পুণ্ডুরিয়া গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানায়, শনিবার সন্ধ্যায় মহাদেব সরকার পুণ্ডুরিয়া বাজারের নিজের রড সিমেন্টের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা ৫-৬ জনের সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আরো বলেন, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে, তাকে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার