নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. সৌরভ হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার চরআমজাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সৌরভ হোসেন ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক জানান, সোহরাব রাতে চরবালুয়ায় মাটি কাটার কাজ দেখে আসার সময় স্থানীয় একটি বাড়িতে খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে যায়। ঐ বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়িতে আসার পথে দুর্বৃত্তরা তাকে প্রথমে পিটিয়ে গুরুতর আহত করে। এতেও তার মৃত্যু না হওয়ায় তাকে জবাই করে হত্যা করে। পরে শনিবার গভীর রাতে এলাকাবাসী ও চরবালুয়া ফাঁড়ির পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মো. রবিউল হোসেন জানান, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করবে।
বিডি প্রতিদিন/হিমেল