সারা দেশের ন্যায় কক্সবাজারের টেকনাফেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা ঘড়ি উম্মোচন করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি’র উদ্যোগে শনিবার দুপুরে পৌরভার পুরাতন বাস ষ্টেশন ঝর্না চত্বরে ফিতা কেটে এই মেশিনে কাউন্টডাউন শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল ফয়সল হাসান খান পিএসসি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়েত কবির প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল