ব্রাহ্মণবাড়িয়ার এড. রেজাউল ইসলাম ভূইয়াকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মনোনীত করায় গত শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ রায় চৌধুরী ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব নাসির আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এড. আব্দুল্লাহ্ আল হেলাল, পৌর জাতীয় পার্টির আহবায়ক মো. ফিরোজ খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জেনহারুল ইসলাম লিটন, সহ সভাপতি মামুন খান, জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাও. সিরাজ আকরাম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ইকরাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. তোহা, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী রোকসানা ইয়াছমিন, জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আহসান উদ্দিন হাসান, সদর উপজেলা কৃষক পার্টির সভাপতি কাসেম হাজারী, ছাত্রনেতা শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় পার্টির ৯ম কেন্দ্রীয় কাউন্সিলে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এড. রেজাউল ইসলাম ভূইয়াকে অতিরিক্ত মহাসচিব নিযুক্ত করায় চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পার্টি আরও সুসংগঠিত হবে। নেতৃবৃন্দ রেজাউল ইসলাম ভূইয়াকে সঠিক মূল্যায়ন করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি. কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/ফারজানা