শিক্ষায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে, নোয়াখালীর সূবর্ণচরে সহিদা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ছায়েদুল হকের সভাতিত্বে চর জব্বর ডিগ্রী কলেজ হল রুমে সর্বস্তরের নাগরিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অতিথিদের মধ্যে সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলার সাবেক ডিসি ও যুগ্ম সচিব আলহাজ্ব মো. হানিফ, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্কুল এন্ড কলেজের ভূমি দাতা আলহাজ্ব অ্যাড. মো. ওমর ফারুক। সূবর্ণচর উপজেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক ও চর জুবলি ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী, চর জব্বর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, যুব দলের সভাপতি নিজাম উদ্দিন ফারুক।
প্রথম ধাপে প্রায় ১ কোটি বিশ লক্ষ টাকা জমি দান করেন অ্যাড. ওমর ফারুক।
বিডি প্রতিদিন/হিমেল