নিরাপদ সড়কের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষার্থীসহ মানিকগঞ্জের সচেতন নাগরিক সমাজের ব্যক্তিরা। বক্তারা খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের শিক্ষক হেদায়েতুল হক ও তার শিশু কন্যা সারা পারভিনের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ ও ঘাতক কাভার্ডভ্যান চালকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
মানববন্ধন শেষে নিরাপদ সড়ক ও ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হেদায়েদুল হক ও তার শিশু কন্যা সারা পারভিন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখনো ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে অপর শিশু কন্যা হাফসা।
বিডি প্রতিদিন/হিমেল