সুন্দরবনের কয়রা নীলকমল এলাকায় নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ ৯ জনকে আটক করেছে খুলনা রেঞ্জের স্মার্ট টিম-১ এর সদস্যরা। এসব নিষিদ্ধ খাল মাছের প্রজনন স্থল বলে জানা গেছে।
শনিবার রাতে স্মার্ট টিমের অধিনায়ক মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়। রবিবার এ ঘটনায় মামলার পর আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- আছাদুল মোল্যা (২৯), গাউছ হাওলাদার (২৮), শহিদ মোল্যা (৩০), তোরাব বাওয়ালী (৫৫), তরিক শেখ (২০), মোয়াজ্জেম হোসেন (২৩), শরিফুল ইসলাম (২৫), ওমর ফারুক (২২) ও মো. মাসুদ (২২)।
সহকারি বন সংরক্ষক মো. আবু সালেহ জানান, এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ