নীলফামারীতে ৭৬০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ (সু-প্রতিবেশি) নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের (সিডিপি) উদ্যোগে রবিবার কম্বল বিতরণ করা হয়। দুপুরে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান।
গুড নেইবারস নীলফামারী সিডিপি ব্যবস্থাপক জিয়াউর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম, সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আজাদ, কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, স্থানীয় সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গুড নেইবারসের স্বাস্থ্য কর্মকর্তা মরিয়ম ইয়াসমিন। এতে সংগলশী ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে অধ্যয়নত শিক্ষার্থী ও অবিভাবকসহ ৭৬০জনের কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন