জামালপুরে ট্রেনে কাটা পড়ে শরাফত আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর ময়মনসিংহ রেলপথের কোচনধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরাফত আলী ওই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
জামালপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২ টার দিকে নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রাম অতিক্রম করছিল। এ সময় কৃষক শরাফত আলী অসাবধানতাবসত রেলপথ পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে রেলওয়ে থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন