পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এ্যাড. মোঃ বশিরুল আলম’র উপর চাঁদার দাবিতে হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে আইনজীবী সমিতি সদস্যরা বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।
আজ রবিবার আদালত চত্বরে সর্বস্তরের আইনজীবী সদস্যের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এসময় হামলাকারীদের গ্রেফতার ও সদর থানার ওসির প্রত্যাহরের দাবিতে আগামী ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়ে আইনজীবীরা কর্মবিরতী পালন করছে।
আইনজীবী সূত্র জানায়, এ্যাড. মোঃ বশিরুল আলম’র কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে মো. শামিম, টিটু, তুহিন ও নান্নুসহ কতিপয় সন্ত্রাসী। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বশিরুলের শহরের পিটিআই রোডস্থ বাসায় গিয়ে তার উপর হামলা চালায় তারা। এসময় সন্ত্রাসীরা তার বাসা থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্নালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এতে সে গুরুতর জখম হয়।
এ ঘটনায় ঐ দিনই আইনজীবী বশিরুল আলম সদর থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেয়নি।
এর প্রতিবাদে আইনজীবীরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা হামলাকারীদের গ্রেফতার ও পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমানের প্রত্যাহার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। এসময় আইনজীবী সমিতির সভাপতি গোলাম আহাদ দুলু, সাধারন সম্পাদক স্বপন তালুকদার, সমিতির নেতৃবৃন্দসহ দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ