বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম। সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রবিবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনতাজুল হক, আব্দুল হালিম, সৈয়দ আলম, জয়নাল আবেদিন, ইয়াসিন আরা মুক্তি, মাহাবুব মোর্শেদ লিওন প্রমুখ।
বক্তারা মানববন্ধনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।
বিডি প্রতিদিন/আল আমীন