বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনার আলোকে তৃণমূল থেকে ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্রদলের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা ছাত্রদল কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিব খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগের সমন্বয়ক মো. জাকিরুল ইসলাম জাকির।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সম্পাদক ঈসা মনতাজ ইজাজ, বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম মিঠু, ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সভাপতি নিয়াজ মাহমুদ নিলয়, জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বশার উজ্জ্বল, ঢাকা কলেজের সহ-সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক খালিদ ইবনে হাবিব সানি প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন