কুমিল্লার লাকসামে বরইগাঁও জ্যোতিপাল মহাথের বৌদ্ধবিহারে পবিত্র মাঘী পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় আজ রবিবারও উপাসক-উপাসিকা তাদের শান্তি কামনায় বৌদ্ধবিহারে গৌতমবুদ্ধের কাছে শান্তি কামনা করেছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বরইগাঁও বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পুরহিত প্রজ্ঞাশ্রী মহাথের। এসময় ধর্মীয় আলোচনা করেন সংঘরাজ মহাথের। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লাকসাম উপজেলা শাখার সহ-সভাপতি ও বিহার কমিটির সভাপতি বাবু ফনি ভূষন সিংহ, সুভাষ সিংহ, প্রিয় মোহন সিংহ, তাপস সিংহ, নৃপেন্দ্র সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপাসক-উপাসিকারা।
বিডি-প্রতিদিন/শফিক