বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপনির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরাও নমিনেশন জমা দিয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ও জার্তীয় পার্টি প্রার্থী সাজন কুমার মিস্ত্রী বাগেরহাট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নমিনেশন ফর্ম জমা দিয়েছেন।
এর আগে, বেলা ১টার দিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন মোরেলগঞ্জে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে নমিনেশন ফর্ম জমা দেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
উল্লেখ্য, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন গত ১০ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করায় আসনটি শূণ্য হয়। সে কারনে আগামী ২১ মার্চ এখানে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/শফিক