চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কেন্দ্রীয় আহবায়ক কমিটি ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী ব্যারিস্টার কায়সার কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শামীম রেজা ডালিমের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, রফিকুল ইসলাম মন্টু ও শামীম উল হাসান অপু বক্তব্য রাখেন।
সম্মেলনে অ্যাডভোকেট শামীম রেজা ডালিমকে সভাপতি ও অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলামকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন