লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিদা এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুরের উদ্দেশ্যে দ্রুতগামীর একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৩১০৬৭) ঘটনাস্থলে আসলে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারী-শিশুসহ অন্তত ৫ জন নিহত হন। আহত হন আরও ৩ জন যাত্রী।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে এখনো নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
 
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        