২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৪৪

বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বগুড়া জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা (অতি. দায়িত্ব) ও স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, নাজনীন নাহার, পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ, রেজাউল করিম মন্টু, এসএম রুহুল মোমিন তারিক, মারুফ রহমান মঞ্জু, ফয়সাল আহম্মেদ জনি, মাহফুজা খানম লিপি, সামছুন নাহার আক্তার বানু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর