ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিকান্ডের ঘটনায় দুই দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাতে পৌর শহরের দেবগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরে পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অগ্নিকাণ্ডে একটি রিকশা মেরামতকারী দোকান ও কাঠের দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সানু মিয়া জানায়, হঠাৎ করে ভোর রাতে তার দোকানের মধ্যে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়লে পাশের একটি কাঠের দোকানেও লেগে যায়। আগুনে তার বেশ কয়েকটি রিকশা, ব্যাটারি ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। সেই সাথে কাঠের দোকানেরও বেশ ক্ষতি হয়।
উপজেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিয়াজ মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিডি-প্রতিদিন/মাহবুব