২৬ মার্চ, ২০২০ ১২:২৯

বরগুনায় পুলিশের নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ

বরগুনা প্রতিনিধি

বরগুনায় পুলিশের নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ

প্রতীকী ছবি

বরগুনার আমতলি থানায় গতকাল বুধবার (২৫ মার্চ) রাতে সানু হাওলাদার (৪০) নামে এক আসামির পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী, এ এস আই আরিফুর রহমানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। 

সানু হাওলাদারের স্ত্রী ঝর্না বেগম ও ছেলে শাকিবের অভিযোগ, ২০১৯ সালে কলাগাছিয়া গ্রামে ইব্রাহিম নামের এক ব্যক্তিকে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে দেয়া হয়। পুলিশ লাশ উদ্বার করার পর হত্যা মামলা দায়ের করে। এই মামলায় সানু হাওলাদার আসামি না হলেও পুলিশ তাকে সন্দেহমূলকভাবে আটক করে। গত ২৩ মার্চ রাতে পুলিশ সানকে বাড়ি থেকে ধরে আনে। 

সানু হাওলাদারের স্ত্রী সাংবাদিকদের জানায়, পুলিশ তার স্বামীকে ছেড়ে দেবার জন্য ৩ লাখ টাকা দাবি করে। স্বামীকে যাতে নির্যাতন করা না হয় এ জন্য ১০ হাজার টাকা দেয় পুলিশকে। 

সানু হাওলাদারের ছেলে শাকিব জানায়, তারপরও পুলিশ তার বাবাকে নির্যাতন করে। পুলিশের নির্যাতনে গতকাল বুধবার রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় আজ বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর