৬ এপ্রিল, ২০২০ ১৮:০৯

টাঙ্গাইলে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে হবিবুর রহমান প্লাজায় জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দেড় হাজার পাঁচশ শ্রমিকের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রতিজন শ্রমিককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ ও ২ কেজি করে আলু হয়।

গত ১৫ দিন যাবত জেলার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় জেলার ৫ হাজার ১০৬ জন শ্রমিক কর্মহীন হয়ে ঘরে বসে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শক্রমে তাদের জন্য পর্যায়ক্রমে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহসানুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর