চলমান করোনা পরিস্থিতিতে গাইবান্ধার ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ জেলার পৃথক স্থানে সহায়তা করেছে জেলা ওয়ার্কার্স পাটি ও জাতীয় পার্টি।
সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। প্রথম পর্যায়ে পৌর এলাকায় ১০০ জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সভাপতি খোকন চৌধুরী, সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার প্রমুখ।
এদিকে করোনা ভাইরাস মহামারী চলাকালীন গাইবান্ধা জেলা জাতীয় পার্টি গাইবান্ধা শহরের ৬০০ কর্মহীন দুস্থ মানুষের মধ্যে সহায়তা সামগ্রী প্রদান করেছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতা শহরের ডিবি রোডে ওই কর্মসূচির উদ্বোধন করেন। দুস্থ মানুষের মধ্যে বিতরণের ওইসব প্যাকেটে ছিল চাল, আলু, সয়াবিন তেল, লবণ ও সাবান। আয়োজকরা জানান, জেলার ৮২ ইউনিয়নে পর্যায়ক্রমে দুস্থদের মধ্যে এসব সহায়তা সামগ্রী প্রদান করা হবে।
সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, রাগিব হাসান চৌধুরী হাবুল, জেলা জাপা সদস্য জাহিদুল ইসলাম ঝন্টু, রেজাউন্নবী রাজু, এসএম নুরুন্নবী মিঠুল, মনছুর রহমান প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল