করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে বগুড়ার মিডিয়ায় কর্মরত অস্বচ্ছলদের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
তিনি সোমবার বিকেলে বগুড়া শহরের কমফোর্ট হাউজিং এ সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গনেশ দাসের কাছে অস্বচ্ছল সাংবাদিকদের জন্য চাল, ডাল, লবন, তেল, পেয়াজ, আলু, সাবান সহ মোট ৮টি আইটেমের একটি করে প্যাকেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এ্যাড নাজমুল হুদা পপন, পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, তৌহিদুল ইসলাম বিটু, সাবেক কাউন্সিলর মেহেদী হাসান হিমু, সাংবাদিক নেতা মীর সাজ্জাদ আলী সন্তোষ, মহসিন আলী রাজু, কালাম আজাদ, শফিকুল ইসলাম শফিক, আব্দুর রহিম, বিএনপি নেতা ফার্মার রফিকুল ইসলাম, জাহাঙ্গীর সওদাগর, মাহবুব হাসান লেমন, যুবদল নেতা আহমেদ বুলবুল, ছাত্রনেতা আবু জাফর জেমস, সৈয়দ নাহিদ, শোয়েব ইসলাম অভি, সেলিম রানা প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল