নীলফামারীতে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন ৬৬ পদাতিক ডিভিশন রংপুরের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
পুলিশ সুপার মোখলেছুর রহমান, সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সাংবাদিক তাহমিন হক ববি, মিল্লাদুর রহমান মামুন ও নুর আলম বক্তব্য দেন।
মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, সবাই সম্মিলিত ভাবে করোনা প্রতিরোধে আমরা কাজ করবো। এজন্য জনপ্রতিনিধিসহ প্রশাসনকে সার্বিক সহযোগীতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।
তিনি বলেন পরিস্থিতি মোকাবেলায় সরকারী নির্দেশনা বাস্তবায়নে তৃণমুল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। জনপ্রতিনিধি থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গকে কাজে লাগাতে হবে যাতে মানুষ আতংকিত না হয়ে সচেতন হন।
পরে ফুলতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল