১০ এপ্রিল, ২০২০ ১৬:২৯

মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের ত্রাণ কর্মসূচি অব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের ত্রাণ কর্মসূচি অব্যাহত

করোনাভাইরাস সংকট মোকাবেলায় মানিকগঞ্জের কর্মহীন দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। মাগুরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট দিলারা মোস্তফার সার্বিক ব্যবস্থাপনায় আজও ১ হাজার ২ শত পরিবারের মধ্যে প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 

সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্য সহয়তা দেওয়া হয়। 

প্রতিটি পরিবারের জন্য রয়েছে ৮ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি তেল, ১ কেজি আলু ও ১ কেজি ডাউল। করোনাভাইরাস সংকট মোকাবেলায় ইতিপূর্বে বসুন্ধরা গ্রুপ মানিকগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সহয়তা প্রদান করেছে। 

করোনাভাইরাস সংকট মোকাবেলায় মানিকগঞ্জে কর্মহীন মানুষের মধ্যে বসুন্ধরা গ্রুপের এই খাদ্য সহয়তা অব্যহত থাকবে বলে জানা গেছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর