নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কেনা জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এসময় নিহতের মাসহ আহত হয়েছেন আরও ছয় জন। গুরুতর তিনজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।
আজ রবিবার বিকালে দুর্গাপুর উপজেলার বাকলজোরা ইউনিয়নের সাংসাইন গ্রামের বিরোধপূর্ণ জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই গ্রামের নাজিম খাঁর ছেলে হাকিম খাঁ (১৮)। এসময় সংঘর্ষ ফেরাতে গিয়ে আহত হন নিহতের মা হামিদাসহ আরও ছয়জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাকিম খাঁকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ প্রেরন করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাকৈরগড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আজিম খাঁদের জমির পাশের ক্রয়কৃত জমি নিয়ে নাজিম খাঁদের বিরোধ চলে আসছিল। আজ ক্রয়কৃত জমিতে ধান কাটতে গেলে আজিম খাঁদের জমির উপর দিয়ে ওই জমিতে যেতে নাজিম খাঁর ছেলে হাকিমদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাকিম নিহত হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ