মাদকাসক্ত এক ব্যক্তিকে দিনাজপুর জেলা প্রশাসকের (ডিসি) হাতে তুলে দিলেন তার ছেলে ও স্ত্রী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত ওই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবার দুপুর ৩টায় দিনাজপুর শহরের বালুবাড়ী মহারাজা স্কুলের মোড় কুমারপাড়ায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন দিনাজপুর শহরের বালুবাড়ী মহারাজা স্কুলের মোড় কুমারপাড়ায় মৃত সুখদেব রায়ের ছেলে বৈদ্যনাথ পাল (৫২)। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
ছেলে দীপক পাল সাংবাদিকদের জানান, আমার বাবা প্রতিদিন মাদক সেবন করে বাড়িতে এসে পরিবারের সবার উপর অমানুষিক নির্যাতন করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে। অনেক চেষ্টার পরেও বাবাকে ভালো করতে পারিনি।
তাই রবিবার বাধ্য হয়েই দিনাজপুর জেলা প্রশাসক স্যারকে ফোন করে আমার বাবার বিষয়ে বিস্তারিত বলি। পরে তিনি বিকালে এসে বাবাকে মাদকাসক্ত অবস্থায় পেয়ে ৬ মাসের জেল দেন। আমাদের কষ্ট হলেও আমার বাবা যেনো ভালো হয় এজন্যই আমরা এই কাজ করেছি।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, মাদকাসক্ত বৈদ্যনাথ পালের ছেলে দীপক পাল বাধ্য হয়ে আমাকে ফোন দিয়ে জানায়, তার বাবা দিনে ২ থেকে ৩ বার মাদক সেবন করেন। পরিবারের পক্ষ থেকে অনেকবার মাদক সেবনে বাধা দেওয়া হলেও তিনি কথা শুনেননি। মাদক সেবন করে এসে প্রতিনিয়ত স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করেন।
জেলা প্রশাসক আরও জানান, বৈদ্যনাথ পাল ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে যে আয় হয় তার সম্পূর্ণ টাকায় মাদক সেবন করেন। রবিবার দুপুর ৩টায় তার ছেলে দীপক পাল আমাকে ফোন করে তার বাবাকে জেলে দেওয়ার জন্য অনুরোধ করে। পরে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২ ধারার ১ উপধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন