করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ফটিকছড়ি বারমাসিয়া হতদরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী তুলে দিয়েছে সামাজিক সংগঠন বারমাসিয়া সেবা সংঘ। আজ রবিবার বারমাসিয়া রক্ষা কালি মন্দিরে সংগঠনটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মাস্টার বাবলা কুমার দে'র সঞ্চালনায় ও ডা মিল্টন দে ছোটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, ইউপি সদস্যা রমা দে, বারমাসিয়া সেবা সংঘের উপদেষ্টা সুনিল সেন প্রমুখ।
প্রধান অতিথি'র বক্তব্যে ইউএনও বলেন, মানুষ মানুষের জন্য, বারমাসিয়া সেবা সংঘ মানুষের জন্য কাজ করছে। বৈশ্বিক মহামারি করোনায় অসহায় ও ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়েছে এটাই মানবতা। করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো।
এতে আরও উপস্থিত ছিলেন বারমাসিয়া সেবা সংঘের সদস্য মাস্টার পার্থ ঘোষ, মাস্টার কৃষ্ণ ধন শীল, তাপস দে গোবিন্দ, সাংবাদিক শ্যামল নন্দী, রাজীব সেন বাপ্পী, সাধন চৌধুরী, দূর্লভ চৌধুরী, টিটু দে, সুমন দে, প্রনজিত সেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম