করোনা পরিস্থিতিতে বোরো ধান কাটতে শ্রমিক সংকটে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শামছপাড়া এলাকার মৃত নেজাব উদ্দিনের স্ত্রী কবিতন বেওয়া। খবর পেয়ে বাংলাদেশ কৃষক লীগ চিলমারী উপজেলা শাখার আহবায়ক আব্দুল বারী মিয়া তার উপজেলার ২১ নেতাকর্মীকে সাথে নিয়ে ওই মহিলা কৃষকের ধান কাটতে তার বাড়িতে যান।
শনিবার দুপুরে তার ২১ শতক জমির ধান কেটে দেন কৃষক লীগের এসব নেতাকর্মী। পর্যায়ক্রমে তারা একই এলাকার কৃষক আব্দুল কুদ্দুছের ১৫ শতক জমির ধানও কেটে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের যুগ্ম আহবায়ক গোলাম হায়দার, খোরশেদ আলম বিপ্লব, আনোয়ার হোসেন পাপু, ইব্রাহিম আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন