ঝালকাঠির রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করায় দুই জনকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা সদরের স্কুল মার্কেট ও বাগড়ি বাজার এলাকায় পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।
উপজেলার জগাইড়হাট এলাকার মো. আনোয়ার হোসেনের পুত্র মো. ইলিয়াসকে (৩৫) ৫ হাজার টাকা, ইন্দ্রপাশা গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র মো. শহিদুল ইসলামকে (৪৫) ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার জানান, সরকারি নির্দেশ অমান্য ও সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন কাজে লিপ্ত হওয়ায় দুই জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন