নাটোর জেলায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউন সময়কালীন অন্য জেলা থেকে নাটোরে যাতায়াত নিয়ন্ত্রণ করতে নাটোর-পাবনা মহাসড়কের জেলার প্রবেশ মুখ বড়াইগ্রামের রাজাপুরে যানবাহন পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করেছে জেলা পুলিশ।
রবিবার দুপুরে জেলার ৪র্থ এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ দিলীপ কুমার দাস, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, জেলা লকডাউনের পর ঢাকা-নাটোর, রাজশাহী-নাটোর, বগুড়া-নাটোর ও পাবনা-নাটোর এই চার মহাসড়কে নাটোর জেলার প্রবেশ মুখে চেক পোস্ট ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল