বাগেরহাটে করোনায় কর্মহীন ২৭০০ আনসার- ভিডিপি পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা দিয়েছে বাগেরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলার ৯টি উপজেলার প্রত্যেকটিতে ৩০০ পরিবারের মাঝে এসব খাদ্য সহয়তা দেয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য বিতরন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বাগেরহাটের জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান জনি, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ