পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে উপজেলার চাম্পাপুর ইউনিয়নের বিনামকাঠি গ্রামে।
আহতদের মধ্যে নূরুল ইসলাম হালাদার, দুলাল হালাদার, চুন্নু হালাদার, নান্নু হালাদার, অজিতুন বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত নূরুল ইসলাম হালাদার জানান, একই বাড়ির দুই চাচাতো ভাই রবি ও রাফসাণনের মধ্যে টাকা চুরির ঘটনা নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ রুপ নেয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ